প্রকাশিত: Thu, Dec 1, 2022 6:51 PM
আপডেট: Tue, Apr 29, 2025 12:23 AM

সোহরাওয়ার্দী-পল্টন ঘিরে ১০ ডিসেম্বরের উত্তাপ

১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশ করবে বিএনপি। আর এ সমাবেশ তারা করতে চায় নয়াপল্টনে। তবে সরকার নয়াপল্টনে সমাবেশের অনুমতি দিতে নারাজ।


• ১০ ডিসেম্বর কর্মসূচি রাখছে না আওয়ামী লীগ

• পল্টনের বিষয়ে অনড় বিএনপি 

• বিএনপি বলছে সরকারের ভিন্ন উদ্দেশ্য আছে 

• আওয়ামী লীগ বলছে দুরভিসন্ধি আছে বিএনপির

• দিন যতই এগোচ্ছে, উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে

গত কিছুদিন ধরে রাজনীতির মাঠে উত্তাপ ছড়াচ্ছে ‘১০ ডিসেম্বর’। এদিন ঢাকায় বিভাগীয় সমাবেশ করবে বিএনপি। আর এ সমাবেশ তারা করতে চায় নয়াপল্টনে। এতে তারা ১০ লাখ লোকের জমায়েত করতে চায়। তবে সরকার নয়াপল্টনে সমাবেশের অনুমতি দিতে নারাজ, সরকার চায় বিএনপি এ সমাবেশ করুক সোহরাওয়ার্দী উদ্যানে।  

বিএনপির এ সমাবেশের আগের দিন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। তবে সোহরাওয়ার্দীতে ৮ ও ৯ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলনের যে তারিখ নির্ধারিত হয়েছিল তা পরিবর্তন করে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে- বিএনপিকে সহযোগিতা করতেই ছাত্রলীগের সম্মেলনের তারিখ পরিবর্তন করা হয়েছে।